Sunday, February 5, 2017

উদাস পথিক ভাবে

এম মুস্তাফিজ
উদাস পথিক ভাবে-
মরিছে মানুষ, হানিছে নিজেরে, ডুবিছে ভরা পাপে,
                                           উদাস পথিক ভাবে!
যে ভার লয়ে ভবের আঁধারে পড়েছিল পদধ্বনি,
ভুলেছে মানুষ তার কথা আজ, মিথ্যার জাল বুনি।
স্বাধীনতা চাই- স্বাধীনতারেই গলা টিপে কর খুন,
মানব ধর্ম চরণ পিষ্ট, দিলে ভরেছে রে ঘুণ।
বীর্যে তোমার ভুমিস্ত আজ, সন্তান বল তারে,
ভেবে দেখ ওরে যদি না সে আজ তোমায় চিনতে পারে?
তুমি চাও তারে বানাবে তোমার নেহায়েত ফটোকপি,
অন্তরে তার আঁকছ ছবি, চোখ বুজে দেখ সবি।
স্বাধীনতা চাই বলে সে কখন পথ বদলেছে কবে!
হাহাকার তাই আস্ট - পৃষ্ঠে, একি হল আহা ভবে।
মোর সন্তান নেই মোর পথে, চেয়েছিনু যাহা ভাই,
সব আশা মোর নিরাশায় আজ, বল একি মানা যায়?
অধিকার বলে, শাসন- ত্রাসন, আমি পিতা বলে জপি,
ত্যাজ্য তাহারে, প্রয়োজনে তার ধর বেটা টুটি চাপি।